মালদা

গাজোলের দুটি স্কুলের ৬০ জন ছাত্রকে নিয়ে নতুন উদ্যোগ মালদা সর্ব শিক্ষা মিশনের

আজ থেকে গাজোল হাই স্কুল ছাত্রাবাসে শুরু হতে চলেছে সাত দিন ব্যাপী Twinning of School Programme for Class vii and viii। মালদা সর্ব শিক্ষা মিশনের উদ্যোগে এই অনুষ্ঠানটি হবে। এই অনুষ্ঠানের কর্মসূচীতে অংশ গ্রহণ করবে গাজোল হাজিনাকু হাই স্কুল ও করকচ মধুসূদন হাই স্কুল। প্রত্যেকটি স্কুলের ৩০ জন করে মোট ৬০ জন ছাত্র অংশ গ্রহণ করবে। যারা প্রত্যেকে সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের বিধায়িকা দিপালী বিশ্বাস, প্রাক্তন MLA সুশীল রায়, School SI বৌধায়ক বিশ্বাস,
পরিচালন সমিতির সভাপতি বিমল দাস, শিক্ষা রত্ন প্রাপ্ত শিক্ষক জয়ন্ত ঘোষ, স্কুলের ছাত্র সহ অন্যান্যরা। 
    এদিন এই অনুষ্ঠানে উপস্থিত School SI বৌধায়ক বিশ্বাস জানান, আগামী ৭ দিন ধরে গাজোল হাই স্কুল ছাত্রাবাসে Twinning of School- এর কর্মসূচীটি চলবে। এর উদ্দেশ্য হল দুই স্কুলের বাচ্চাদের একই সাথে রাখা, বিভিন্ন শিক্ষা মূলক বিষয়ের উপর চর্চা করা এবং তার মাধ্যমে পড়ার মান উন্নত করা। এরপর লোকালয়ে একটি ভ্রমণ করা হবে ছাত্রদের মধ্যে উৎসাহ বাড়ানোর জন্য। এই কর্মসূচীটি একে বারে অন্যরকম আর গাজোলে প্রথমবার করা হচ্ছে।